বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন এই আসনে নির্বাচন পরিচালনায় ড্যাবের সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।  রোববার (২৫ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এই প্রচারণা শুরু করেন তিনি। এরপর শহরের জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলো পাড়া আশ্রম সংলগ্ন পাড়া,  চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড, সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে গিয়ে প্রচারণা শেষ করেন। এ সময় ডা. বিটু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। 

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন এই আসনে নির্বাচন পরিচালনায় ড্যাবের সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। 

রোববার (২৫ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এই প্রচারণা শুরু করেন তিনি। এরপর শহরের জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলো পাড়া আশ্রম সংলগ্ন পাড়া,  চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড, সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে গিয়ে প্রচারণা শেষ করেন। এ সময় ডা. বিটু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। 

ডা. বিটুর নেতৃত্বে এই প্রচারণায় অংশগ্রহণ করেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএমএ’র সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, সদস্য ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. সাইফুর রহমান শাহীন, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী;  ডা. মো. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর,  ডা. মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সুলতান সাঈদ, ডা. সালেহ,  ডা. মো. মেহরাব হোসেন, ডা. ইকবাল, ডা. ময়নুল হাসান রাব্বী, ডা. আব্দুল আলীম।

এ ছাড়া ডা. শরীফ মাহবুব, ডা. মনিরুজ্জামান, ডা. রেজাউল করিম  রুবেল,  ডা. কাইয়ুম রাসেল, ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. মো. সাব্বির হোসেন,  ডা. নিলয়,  ডা. নাফিস মোহাম্মদ রুকু, ডা. মাহফুজুল হাসান, ডা. অপু বসাক, ডা. নেয়ামুল সাদ্দামসহ অন্যান্য ড্যাব ও বিএমএ নেতৃবৃন্দ, ডা. নেয়ামুল সাদ্দাম, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস; জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী  রিগান, জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ফাহিম, শজিমেক ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সেক্রেটারি গালিব আল মুগনী,  ধ্রুব চৌধুরী, সোহানুর রহমান, অমিয় মিশেল, শাহরিয়ার রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক  রাইসুল ইসলাম ধ্রুব, আরিব রহমান, আফরাজিম আজাদ,  রাফিদুল ইসলাম অমি, শাহ পরান,  সাহেল রহমান শীর্ষ, মুশরান খান, মুহতাসিম আমিনুর, তানবীর হোসেন ঈশান, ফেরদৌস ওয়াহিদ, রাফিদ মোশায়েদ, হিমেল নূর, হাসনাইন হক,  নাফিস ইকবাল নয়ন, অনিন্দ্য পাল, আলিমুল ইসলাম ও স্থানীয় অন্য নেতারাও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

এদিকে এই প্রচারণার মধ্যবর্তী সময়ে বগুড়া-৬ আসনের নির্বাচন নিয়ে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়া জেলা নেতাদের মধ্যে কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow