বগুড়ায় অনুমোদন ছাড়াই ১৫ ওষুধ তৈরি

2 months ago 37
বগুড়ায় ‘ফেয়ার ল্যাবরেটরি ইউনানি’ নামে এক ওষুধ কারখানায় অনুমোদনহীনভাবে ১৫টির বেশি ওষুধ উৎপাদনের প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে অভিযান চালিয়ে ওই ইউনানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।  গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তিনমাথা এলাকার এ প্রতিষ্ঠানের সন্ধান পাওয়ার পর এখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান, ফেয়ার ল্যাবরেটরি ইউনানি অনুমোদনহীন ওষুধ ছাড়াও ভেষজ উপাদান, অননুমোদিত রং মেশানো, সব সিরাপ এবং ওষুধে নিষিদ্ধ স্যাকারিন মেশানোসহ অনেক অপরাধে জড়িত। তিনি জানান, পরে ওই প্রতিষ্ঠানের রং ও স্যাকারিন মেশানো ওষুধগুলো ধ্বংস করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য জেলা ওষুধ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
Read Entire Article