বগুড়ায় অস্ত্রসহ কৃষক লীগ নেতা গ্রেপ্তার

1 month ago 34
বগুড়ায় গুলি ও বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  রায়হান আলী ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।   বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে একটি গুলি ও ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।  তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কি না সেটি যাচাই করা হচ্ছে। 
Read Entire Article