বগুড়ায় আকাশ প্রতিরক্ষা‌ রাডার উদ্বোধন

2 months ago 5

বগুড়ায় আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করছেন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন। বুধবার (১৮ জুন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব স্থাপিত জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বগুড়ায় আকাশ প্রতিরক্ষা‌ রাডার উদ্বোধন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো।

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বগুড়ায় আকাশ প্রতিরক্ষা‌ রাডার উদ্বোধন

এছাড়াও অত্যাধুনিক এ র‌াডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টিটি/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article