বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আশাবাদ তামিমের

7 hours ago 6
বগুড়ার ক্রীড়াপ্রেমী জনতা শুক্রবার বিকেলে উপভোগ করেছে ফুটবলের এক উৎসব। এরুলিয়া হাইখোলা বালুর মাঠে অনুষ্ঠিত হলো বগুড়া ফুটবল একাডেমি আয়োজিত বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। মাঠ ছিল কানায় কানায় পূর্ণ, হাজারো দর্শকের উৎসাহে মুখরিত। আর এই জমজমাট আয়োজনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, যিনি এই সুযোগে বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আশ্বাস দিয়েছেন। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে প্রথমার্ধেই এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব, এবং শেষ পর্যন্ত সেই ১-০ গোলের লিডই তাদের এনে দেয় চ্যাম্পিয়ন ট্রফি। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন তামিম ইকবাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফাইনালের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও ফিফা থিম সং বাজিয়ে মাঠে নামেন খেলোয়াড়রা। উদ্বোধনী বেলুন উড়িয়ে টুর্নামেন্টের ফাইনালের সূচনা করেন বগুড়া ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া ফুটবল একাডেমির সভাপতি শহিদুল ইসলাম শহিদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, ‘বগুড়ায় যদি একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলা যায়, তবে এখান থেকে মুশফিকুর রহিম বা তাওহীদ হৃদয়ের মতো প্রতিভাবান ক্রিকেটার উঠে আসতে পারে। আমি বগুড়ায় অনেকবার এসেছি, এখানকার মাঠে খেলেছি। আমার কাছে বগুড়ার উইকেটই বাংলাদেশের সেরা ব্যাটিং উইকেট। আশা করি ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে।’ তামিমের এই বক্তব্যে মাঠে উপস্থিত দর্শকরা করতালিতে ফেটে পড়েন—যেন এক ঝলক আশার আলো দেখলেন তারা, যে বগুড়ার ঐতিহ্যবাহী ক্রিকেট মাঠ আবারও আন্তর্জাতিক ক্রিকেটের স্পন্দনে মুখরিত হবে।
Read Entire Article