বগুড়ায় আন্দোলনে শহীদ ১৯ জনের নামে স্মৃতিফলক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের সময় বগুড়ায় নিহতদের নাম-ঠিকানাসংবলিত স্মৃতিফলক উন্মোচন করেছে জাস্টিস ফর জুলাই পরিষদ। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মুক্ত মঞ্চের পাশে এই স্মৃতিফলক উন্মোচন করা হয়। স্মৃতিফলকে প্রাথমিকভাবে ১৯ জন শহীদের নাম স্থান পেয়েছে। ভবিষ্যতে যাচাই-বাছাই করে আরো নাম যুক্ত করা হবে। ১৯ জনের তালিকায় শিশুই চারজন। সব থেকে ছোট রাতুলের বয়স ছিল মাত্র ১২ বছর। বাকি তিনজনের বয়স আরেকটু বেশি। অথচ জীবনের অধিকার আদায়ের লড়াইয়ে তাদের পৃথিবী ছাড়তে হয়েছে জীবনের শুরুতেই। অন্যদিকে জীবন সায়াহ্নে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ৭০ বছরের আব্দুল মান্নান।