বগুড়ায় আলু সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি কৃষকদের

3 days ago 10

বগুড়ার শাজাহানপুরে আলুর দাম স্বাভাবিক রাখতে ব্র্যাকসহ সব আলুর বীজ ডিলার বাতিল, আলু সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শামীম আহমেদ, ফারুক হোসেন, শামীম হোসেন, আব্দুল হামিদ, আব্দুল হাকিম মেহেদী হাসানসহ অর্ধশতাধিক স্থানীয় আলুচাষি উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা জানান, আলু বীজ ডিলাররা ৩ হাজার ১৬০ টাকা সরকারি দরের বিপরীতে সিন্ডিকেটের মাধ্যমে বীজ সংকট সৃষ্টি করে ৫ থেকে ৬ হাজার টাকা করে বিক্রি করছেন। এমন অবস্থায় সব আলু বীজ ডিলার বাতিল ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে কৃষকরা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। পরে থানা পুলিশ এসে আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে দাঁড়ান আন্দোলনকারী কৃষকরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Read Entire Article