বগুড়ায় কারাবন্দি সাবেক এমপি রিপু অসুস্থ, ঢাকায় প্রেরণ

2 weeks ago 13
বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু (৬৮) কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।  বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।   রাগেবুল আহসান রিপু বগুড়া শহরের কালিতলা শিববাটি এলাকার মৃত ওয়াজেদ আলী তালুকদারের ছেলে।   বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ কালবেলাকে জানান, কারাগারে থাকা অবস্থায় আসামি রাগেবুল আহসান রিপু বুধবার দুপুরে খাবারের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানালে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে অ্যাম্বুলেন্সযোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে সিসিইউতে ওয়ার্ডে রাখা হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তিনি জানান, রাগেবুল আহসান রিপু ২০১৩ সাল হতে হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হার্টের দুটি রক্তনালীতে ২৫ ও ৩০ ব্লক রয়েছে। এর আগে তিনি হার্টের সমস্যাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছিলেন। এছাড়াও তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর সমস্যা রয়েছে বলে জানা যায়। উল্লেখ, গত ১৮ ডিসেম্বর রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে গত ২০ ডিসেম্বর বেলা দেড়টার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বগুড়া সদর থানার দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন কালবেলাকে বলেন, সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসানের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ৭টি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
Read Entire Article