বগুড়ায় চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

2 months ago 23

বগুড়ায় চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শহরের মালতীনগর শিশু মঙ্গল মোড়ে বেক্সটার ফার্মার ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা শাখা সক্রিয় রয়েছে।

Read Entire Article