বগুড়ায় দুদকের গণশুনানি মঞ্চে জুতা নিক্ষেপ

1 month ago 10

বগুড়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে নিজের অভিযোগ গ্রহণ না করায় ক্ষোভে বিক্ষুব্ধ এক বৃদ্ধ মঞ্চের দিকে জুতা নিক্ষেপ করেছেন।

রোববার (১০ আগস্ট) দুপুরে বগুড়া শহরের টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার পরপরই উপস্থিত কর্মকর্তারা জুতা নিক্ষেপকারী ছাকোয়াত হোসেন মণ্ডলকে সরিয়ে নিয়ে যান। 

জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েন ছাকোয়াত হোসেন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে ছাকোয়াত সাংবাদিকদের বলেন, ‘সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এ অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা আমলে নেয়নি। এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি আমার জেল হয়, আমি জেলে যেতেও প্রস্তুত।’

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Read Entire Article