বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

3 hours ago 7

জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার ফ্রান্স প্রবাসী পিনাকী ভট্টাচার্যের বগুড়ার তার বাড়ির সামনে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার বাড়ির প্রধান ফটকের প্রবেশ মুখে দাহ্য জাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে। দুর্বৃত্তরা মুখোশধারী ছিলেন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার সময় বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন পিনাকীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পিনাকী ভট্টাচার্যের ওই এলাকার শিক্ষাবিদ নাট্যজন শ্যামল ভট্টাচার্য্যের ছেলে।

এ বিষয়ে পিনাকী ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমার বগুড়ার বাসার সামনের দরজায় মঙ্গলবার রাত দুইটায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগও এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি।’ 

তিনি আরও লিখেছেন, ‘আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এ দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

এ ঘটনার পর বুধবার (০৫ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। আগুন লাগানোর চেষ্টা কে বা কারা করিয়েছে, কী উদ্দেশ্যে করিয়েছে তার রহস্য উদঘাটনের চেষ্টা করছেন বলে তিনি জানান।

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, বিষয়টি আমার জানা ছিল না। জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা তদন্ত করছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে।

Read Entire Article