বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম রানা চত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নন্দীগ্রামে সদর ইউনিয়নের হরে রাম সাহার ছেলে সিএনজিচালক জিতেন চন্দ্র সাহা (৪৫)। সিএনজিতে থাকা নিহত আরেক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। কালিকাপুর ও রানা চত্বরের মাঝামাঝি রাস্তায় সিএনজি পৌঁছালে রাজশাহী থেকে বগুড়াগামী একটি বাস সিএনজিতে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ দুজন নিহত হয়। সিএনজিতে থাকা শিশুসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নন্দীগ্রামা থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।