বগুড়ায় বিচারকের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেফতার ৩

1 month ago 11

বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে এফিডেভিট ও মামলার রায় নকল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জাল স্বাক্ষরিত এফিডেভিট করা স্ট্যাম্প উদ্ধার করা হয়।

তারা হলেন, বগুড়া সদরের উত্তর গিদারা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে সদরুল কবির (৪৮), গাবতলী উপজেলার চকসদু গ্রামের রেজাউল করিমের ছেলে ওহাব শিপন (৩০) ও একই উপজেলার মৃত মমতাজ উদ্দিনের ছেলে আক্তারুজ্জামান (৩৮)।

আদালত সূত্র জানায়, জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হকের আদালতে আসমা মাহবুব নামের এক ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা স্ট্যাম্প তদন্তে গেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে আসে।

তিনি তাৎক্ষণিক আদালতকে জানান, বিচারক আসমা মাহবুব ২০২১ সালে বগুড়ায় কর্মরত ছিলেন। তিনি বদলি হয়ে যাবার পরও প্রতারক চক্র তার সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছে। আদালত বিষয়টি ওসি ডিবি মোস্তাফিজ হাসানকে জানালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোস্তাফিজ হাসান জানান, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

এলবি/আরএইচ/জিকেএস

Read Entire Article