বগুড়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

3 hours ago 5

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক মামলায় আব্দুল মজিদ (৫৫) নামে এক মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক।

আজ বুধবার (২২ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে। এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামের সাউদিয়া পার্কের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আব্দুল মজিদ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের গরেরবাড়ী গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে পাঠানো হবে।

Read Entire Article