বগুড়ায় যুবলীগ নেতা লাখিন গ্রেপ্তার

1 month ago 14

বগুড়ায় যুবলীগ নেতা প্রকৌশলী খায়রুল আলম লাখিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) ভোরে শহরের লতিফপুর কলোনির বেলজিয়াম মাঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খায়রুল আলম লাখিন বগুড়া জেলা যুবলীগের সক্রিয় নেতা। এ ছাড়া বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং লায়ন ক্লাবের সঙ্গে জড়িত। 

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি এসএম মঈনুদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাখিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article