বগুড়ায় সূর্যের দেখা মেলেনি, শীতে জবুথুবু মানুষ

2 weeks ago 10

বগুড়ায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। সারাদিন সূর্যের দেখা মিলেনি। জমাটবাধা কুশায়ায় আচ্ছন্ন ছিল দিনের পুরো সময়। ধোয়ার মতো কুশায়া দিনভর বিরাজ করে। 

এসময় গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। তবে আবহাওয়া অফিস বলছে আগামী ২/৩ দিন তাপমাত্রা আরও কমে যেতে পারে। এমনকি বগুড়ার তাপমাত্র ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। সেই সঙ্গে রাজশাহী অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। 

বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

এদিকে, কনকনে শীতে জবুথবু হলেও নিম্নআয়ের মানুষজনকে ঘর থেকে বের হতে হচ্ছে। তবে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছেন না। শীতের সঙ্গে ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

শহরের অটোরিকশাচালক আবুল ফজল মিয়া বলেন, শীতের কারণে লোকজন বাড়ি থেকে বের হচ্ছে না। তাই ভাড়া হচ্ছে কম। কিন্তু আমাদের তো পেটের কারণে বের হতেই  হয়।

Read Entire Article