বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ওরফে খোকা (৬৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।  আব্দুল আজিজ শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফকিরপাড়া গ্রামের মৃত কুড়ানু প্রামাণিকের ছেলে। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বীরগ্রাম স্ট্যান্ডের উত্তরে হাজিপাড়া নামক স্থানে বগুড়া-নাটোর সড়কে দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বাদ যোহর নিজ বাড়ির পাশেই তার নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান, শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মসল্লিরা অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএনডিসি)’র অবসরপ্রাপ্ত গাড়িচালক ছিলেন।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ওরফে খোকা (৬৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

আব্দুল আজিজ শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফকিরপাড়া গ্রামের মৃত কুড়ানু প্রামাণিকের ছেলে।

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বীরগ্রাম স্ট্যান্ডের উত্তরে হাজিপাড়া নামক স্থানে বগুড়া-নাটোর সড়কে দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বাদ যোহর নিজ বাড়ির পাশেই তার নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

জানাজায় শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান, শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মসল্লিরা অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএনডিসি)’র অবসরপ্রাপ্ত গাড়িচালক ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow