বগুড়ায় হত্যা মামলায় গ্রেপ্তার আ. লীগ নেতা

2 months ago 46
বগুড়ায় তিনটি হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি।  রোববার (৮ ডিসেম্বর) রাত আটটায় সদর উপজেলার দাড়িয়াল বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারর আলিম উদ্দিন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি এবং নুনগোল ইউপির সাবেক চেয়ারম্যান।  এ তথ্য নিশ্চিত করেছেন, বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৫ আগস্টের পরে ৩টি হত্যা মামলা দায়ের হয়েছে।   
Read Entire Article