বগুড়ার নন্দীগ্রামে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) উপজেলা ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রাম থেকে তিন কেজি ওজনের এ মূর্তি উদ্ধার করা হয়।
ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুনাইল গ্রামের নীলকান্তসহ হিন্দু সম্প্রদায়ের একটি পুকুর খনন করা হচ্ছে। বুধবার সকালে পুকুর পাড়ে দুটি ছেলে খেলার সময় ওই কষ্টিপাথরের মূর্তি পায়। পরে তারা আমার কাছে নিয়ে আসলে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ ওই মূর্তিটি থানায় নিয়ে গেছে। লোকজন বলছে এটি স্বরসতীর মূর্তি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মূর্তি উদ্ধার করা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এল.বি/আরএইচ/জেআইএম