বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে দিল ছাত্র-জনতা

2 hours ago 5
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে নতুন ব্যানার টানিয়ে দিয়েছে ছাত্র-জনতা। শনিবার (০৮ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে এসে বিভিন্ন ব্লকের সামনে এসব ব্যানার দেখতে পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রদের টানানো এসব ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)’। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, অনেক নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে অচিরেই নতুন প্রজ্ঞাপন আসবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, নতুন নামের ব্যানার আজ সকালে এসে দেখতে পেলাম। তারা যে নাম দিয়েছেন, এটাসহ আরও কিছু নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় রয়েছে। নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান আছে। আগামী ২-৩ দিন কর্মদিবসের মধ্যে এ নিয়ে দাপ্তরিক কোনো সিদ্ধান্ত আসবে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছাত্র সমাজের উদ্দেশে ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি, সুধাসদনসহ নানা স্থানে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর রেশ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে শেখ মুজিবের নামের সাইনবোর্ড খুলে ফেলেন প্রতিষ্ঠানটিতে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। শুরুতে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড, এবং পরবর্তীতে আরও একাধিক স্থান থেকেও বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বঙ্গবন্ধুর নাম খুলে ফেলেন তারা। 
Read Entire Article