রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬ টার পরপরই সেনাবাহিনীর একটি মিনিবাসে করে বেশ কয়েকজন সমন্বয়ককে বঙ্গভবনে প্রকাশ করতে দেখা যায়। তবে মাইক্রোবাসটিতে ঠিক কতজন সমন্বয়ক প্রবেশ করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতির কাছে জমা দেবেন তারা।
এর আগে সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন রাষ্ট্রপতি।
এনএস/এমএএইচ/জিকেএস