বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বঙ্গোপসাগর থেকে ৯ জেলেসহ ভারতীয় একটি ফিশিং ট্রলার জব্দ করেছে নৌবাহিনী।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় গত বুধবার ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করে নৌবাহিনী। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলার ফেরিঘাটে এনে মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।
জব্দ করা ভারতীয় ফিশিং বোটে প্রায় দেড় টন টুনা মাছ রয়েছে, যা আদালতের নির্দেশনা মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মোংলা সমুদ্রবন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফবি এনি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। ট্রলারটিতে ৯ ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকায়।
তিনি আরও বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়েরের পর শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
গত শুক্রবারও (১৭ অক্টোবর) একটি ভারতীয় ফিশিং বোট জব্দ করেছিল নৌবাহিনী।

1 week ago
18









English (US) ·