বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ চোরচক্রের ১৭ সদস্য আটক

3 hours ago 3

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে অবৈধ দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ সুরমা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অভিযানে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইল ফোন এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দ মালামালসহ আটক ব্যক্তিদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়।

বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ চোরচক্রের ১৭ সদস্য আটক

আইএসপিআর আরও জানায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার উত্তরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সুরমা অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ চোরচক্রের ১৭ সদস্যকে আটক করা হয়। এসময় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর ও তৎসংলগ্ন এলাকায় নিয়োজিত নৌবাহিনীর জাহাজ ও অন্য মেরিটাইম সংস্থাগুলো নিয়মিত টহল এবং আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আইএসপিআর।

টিটি/এমকেআর/এমএস

Read Entire Article