বছর গড়াতেই সংসারে ভাঙন, নেপথ্যে যে কারণ
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ মাত্র এক বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে। এই খবর দুইজনের ভক্ত এবং শোবিজের মানুষদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, গত জুলাই থেকে তাহসান ও রোজা আলাদা থাকছেন। বছরের শেষের দিকে তাহসান নিজেই ডিভোর্সের আবেদন করেন। আবেদনটি কার্যকর হবে চলতি বছরের ফেব্রুয়ারিতে। দুইজনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো কারণ প্রকাশ করা হয়নি। তবে সাম্প্রতিক ঘটনা ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে কয়েকটি সম্ভাব্য কারণ ভক্তদের নজরে আসে। প্রথমত, দূরত্ব ও জীবনযাপনের পার্থক্য। তাহসান দীর্ঘদিন বিদেশে ছিলেন পড়াশোনা ও কাজের জন্য, আর রোজা নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় আলাদা দেশে থাকার কারণে মানসিক দূরত্ব তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। দ্বিতীয়ত, পেশাগত চাপ। তাহসান একজন সক্রিয় শিল্পী—গান, কনসার্ট, টিভি উপস্থিতি এবং বিদেশে উচ্চশিক্ষার ব্যস্ত সূচি তার। রোজাও নিজের ক্যারিয়ারে মনোনিবেশ করছিলেন। দুইজনের জীবনের গতি এক না হলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। তৃতীয়ত, জনজীবনের চাপ। তাহসানের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার কেন্দ্রে
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ মাত্র এক বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে। এই খবর দুইজনের ভক্ত এবং শোবিজের মানুষদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, গত জুলাই থেকে তাহসান ও রোজা আলাদা থাকছেন। বছরের শেষের দিকে তাহসান নিজেই ডিভোর্সের আবেদন করেন। আবেদনটি কার্যকর হবে চলতি বছরের ফেব্রুয়ারিতে।
দুইজনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো কারণ প্রকাশ করা হয়নি। তবে সাম্প্রতিক ঘটনা ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে কয়েকটি সম্ভাব্য কারণ ভক্তদের নজরে আসে।
প্রথমত, দূরত্ব ও জীবনযাপনের পার্থক্য। তাহসান দীর্ঘদিন বিদেশে ছিলেন পড়াশোনা ও কাজের জন্য, আর রোজা নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় আলাদা দেশে থাকার কারণে মানসিক দূরত্ব তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।
দ্বিতীয়ত, পেশাগত চাপ। তাহসান একজন সক্রিয় শিল্পী—গান, কনসার্ট, টিভি উপস্থিতি এবং বিদেশে উচ্চশিক্ষার ব্যস্ত সূচি তার। রোজাও নিজের ক্যারিয়ারে মনোনিবেশ করছিলেন। দুইজনের জীবনের গতি এক না হলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়।
তৃতীয়ত, জনজীবনের চাপ। তাহসানের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যম, গুঞ্জন এবং অপ্রয়োজনীয় ব্যাখ্যা সম্পর্কের ওপর মানসিক চাপ তৈরি করতে পারে, যা একজন নন-শোবিজ পার্টনারের জন্য আরও কঠিন হয়ে ওঠে।
চতুর্থত, সম্পর্কের প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা। দম্পতির লক্ষ্য, মূল্যবোধ ও পরিকল্পনায় অসামঞ্জস্য থাকলে বিচ্ছেদ অপ্রত্যাশিত নয়।
পঞ্চমত, বয়সের ব্যবধান। ৪৬ বছর বয়সী তাহসানের সঙ্গে রোজার বয়সের পার্থক্য ১২ বছরের বেশি। দুই প্রজন্মের মানুষ ভালোবেসেও একসঙ্গে জীবনযাপন করার চ্যালেঞ্জ অতিক্রম করা সবসময় সহজ হয় না।
এই সব কারণ মিলিয়ে মনে করা হচ্ছে, তাহসান-রোজার বিচ্ছেদ কিছুটা সময়ের স্বাভাবিক ফলাফল।
ষষ্ট, সবচেয়ে মজবুত কারণ হিসেবে শোবিজে উড়ে বেড়াচ্ছে এই গুঞ্জনটি। তাহাসানের ঘনিষ্ঠ কিছু সূত্রের মতে মেয়ে আইরা তাহরিম খানের জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, আইরাকে কেন্দ্র করে মিথিলার সাথে যোগাযোগ মেনে নিতে পারছিলেন না রোজা আহমেদ। সম্পর্কের টানাপড়েনের জেরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তাহসান।
তবে বিচ্ছেদের পেছনে চূড়ান্ত কারণ বা সত্য জানেন কেবল তাহসান ও রোজাই।
What's Your Reaction?