‘বছর শেষ হলেই বাড়ির মালিকরা বিভিন্ন অজুহাতে বাড়িভাড়া বাড়ায়’

অযৌক্তিক বাড়িভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ। শনিবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ভাড়াটিয়া পরিষদের সভাপতি জান্নাত ফাতেমার সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মো. মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. নূর মোর্শেদ, সাধারণ সম্পাদক মো. কিরন মৃধা, কেন্দ্রীয় নেতা জামাল সিকদার, মাকসুদুর রহমান শামীম আহমেদ, আক্কাস আলী, সম্পদ, তুহিন চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর শেষ হলেই ঢাকা শহরসহ সারাদেশের বাড়ির মালিকরা বিভিন্ন অজুহাতে বাড়িভাড়া বৃদ্ধি করে। দেশের বর্তমান অর্থনৈতিক দূরাবস্থায় বেশির ভাগ মানুষের আয়ের উৎস সীমিত হয়ে আসছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা বলেন, সরকারও এ ব্যাপারে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে পারছে না। বর্তমানে একজন মানুষের যা আয় তা দিয়ে সংসার চালাতেই হিমসিম খেতে হচ্ছে। এ অবস্থায় বাড়িওয়ালারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভাড়াটিয়াদের বাড়িভাড়া বৃদ্ধির নোটিশ ধরিয়ে দিয়েছেন। ভাড়াটিয়া পরিষদের নেতারা বলেন, এই মুহূর্তে বাড়িভাড়া বৃদ্ধি

‘বছর শেষ হলেই বাড়ির মালিকরা বিভিন্ন অজুহাতে বাড়িভাড়া বাড়ায়’

অযৌক্তিক বাড়িভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ। শনিবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি জান্নাত ফাতেমার সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মো. মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. নূর মোর্শেদ, সাধারণ সম্পাদক মো. কিরন মৃধা, কেন্দ্রীয় নেতা জামাল সিকদার, মাকসুদুর রহমান শামীম আহমেদ, আক্কাস আলী, সম্পদ, তুহিন চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর শেষ হলেই ঢাকা শহরসহ সারাদেশের বাড়ির মালিকরা বিভিন্ন অজুহাতে বাড়িভাড়া বৃদ্ধি করে। দেশের বর্তমান অর্থনৈতিক দূরাবস্থায় বেশির ভাগ মানুষের আয়ের উৎস সীমিত হয়ে আসছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

তারা বলেন, সরকারও এ ব্যাপারে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে পারছে না। বর্তমানে একজন মানুষের যা আয় তা দিয়ে সংসার চালাতেই হিমসিম খেতে হচ্ছে। এ অবস্থায় বাড়িওয়ালারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভাড়াটিয়াদের বাড়িভাড়া বৃদ্ধির নোটিশ ধরিয়ে দিয়েছেন।

ভাড়াটিয়া পরিষদের নেতারা বলেন, এই মুহূর্তে বাড়িভাড়া বৃদ্ধি করা যাবে না। বাড়িভাড়া বৃদ্ধি বন্ধের বিষয়ে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। যদি বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয় তাহলে সারাদেশের ভাড়াটিয়াদের নিয়ে বৃহত্তর কর্মসূচি পালন করবে ভাড়াটিয়া পরিষদ।

এমএইচএ/এমএমকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow