বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা

দুই দশকের ক্যারিয়ারে বহু নাটকে অভিনয় করলেও তানজিকা আমিন নতুন করে আলোচনায় আসেন আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’-এর মাধ্যমে। এরপর থেকে কাজের প্রস্তাব বেড়েছে বহুগুণ, তবে গড্ডালিকা প্রবাহে গা ভাসাননি অভিনেত্রী। বেছে বেছে কাজ করাই এখন তার ব্রত। সেই ধারাবাহিকতায় বছর শেষে ভক্তদের জন্য জোড়া সুখবর নিয়ে আসছেন তানজিকা। চলতি ডিসেম্বরেই দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দুটি ওয়েব ফিল্ম— ‘ডিমলাইট’ ও ‘অমীমাংসিত’। একেবারে ভিন্ন দুটি চরিত্রে নিজেকে ভাঙা-গড়ার খেলায় মেতেছেন এই অভিনেত্রী। বছর শেষে এমন ধামাকা নিয়ে তানজিকা উচ্ছ্বসিত। তিনি বলেন, “বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া আমার জন্য আনন্দের। প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক কেমন নেন সেটাই এখন দেখার বিষয়।” বিতর্কিত ‘অমীমাংসিত’ ও সাংবাদিক চরিত্র রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দুই বছর আগে শুটিং হলেও সেন্সর জটিলতায় এতদিন আটকে ছিল এটি। অবশেষে এই ডিসেম্বরেই ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাচ্ছে আলোচিত ছবিটি। এখানে তানজিকাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূম

বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা
দুই দশকের ক্যারিয়ারে বহু নাটকে অভিনয় করলেও তানজিকা আমিন নতুন করে আলোচনায় আসেন আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’-এর মাধ্যমে। এরপর থেকে কাজের প্রস্তাব বেড়েছে বহুগুণ, তবে গড্ডালিকা প্রবাহে গা ভাসাননি অভিনেত্রী। বেছে বেছে কাজ করাই এখন তার ব্রত। সেই ধারাবাহিকতায় বছর শেষে ভক্তদের জন্য জোড়া সুখবর নিয়ে আসছেন তানজিকা। চলতি ডিসেম্বরেই দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দুটি ওয়েব ফিল্ম— ‘ডিমলাইট’ ও ‘অমীমাংসিত’। একেবারে ভিন্ন দুটি চরিত্রে নিজেকে ভাঙা-গড়ার খেলায় মেতেছেন এই অভিনেত্রী। বছর শেষে এমন ধামাকা নিয়ে তানজিকা উচ্ছ্বসিত। তিনি বলেন, “বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া আমার জন্য আনন্দের। প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক কেমন নেন সেটাই এখন দেখার বিষয়।” বিতর্কিত ‘অমীমাংসিত’ ও সাংবাদিক চরিত্র রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দুই বছর আগে শুটিং হলেও সেন্সর জটিলতায় এতদিন আটকে ছিল এটি। অবশেষে এই ডিসেম্বরেই ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাচ্ছে আলোচিত ছবিটি। এখানে তানজিকাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়, আর তার স্বামীর চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ। এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্যই গল্পের কেন্দ্রবিন্দু। গুঞ্জন রয়েছে, এটি সাংবাদিক দম্পতি সাগর-রুনির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত। যদিও নির্মাতা পক্ষ বিষয়টি সরাসরি স্বীকার করেননি। চ্যালেঞ্জিং এই চরিত্র নিয়ে তানজিকা বলেন, “সাংবাদিক চরিত্রে অভিনয় করতে একটু বেগ পেতে হয়েছে। একে তো সাংবাদিক, তার ওপর চরিত্রটি ইতোমধ্যে প্রতিষ্ঠিত (বাস্তব ঘটনার ছায়া)। এই কাজটি নিয়ে সবার এত বেশি প্রত্যাশা যে, ভয় কাজ করছে। তবে আমার আত্মবিশ্বাস আছে। আশা করছি সিরিজটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।” মধ্যবিত্ত গৃহিণীর ‘ডিমলাইট’ অন্যদিকে ‘ডিমলাইট’ ওয়েব ফিল্মে তানজিকাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রূপে। এখানে তিনি তানিয়া নামের এক মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। গল্পটি মিডলাইফ ক্রাইসিস বা মধ্যবয়সের সংকট নিয়ে। এই ফিল্মে তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। আগামী ১১ ডিসেম্বর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ডিমলাইট’। একটিতে রহস্যঘেরা সাংবাদিক, অন্যটিতে সাদামাটা গৃহিণী— বছর শেষে তানজিকার এই বৈচিত্র্যময় উপস্থিতি দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow