বছরের প্রথম দিন থেকেই গ্যাস নিয়ে দুঃসংবাদ

2 weeks ago 16

নতুন বছরের প্রথম দিনেই হ্রাস পাবে গ্যাস সরবরাহ। দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পেট্রোবাংলা উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১ জানুয়ারি ২০২৫ বুধবার সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল ৯.০০টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীর এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি FSRU থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়কালে অপর FSRU (MLNG) দিয়ে দৈনিক প্রায় ৫৭০-৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এর ফলে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০-১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে।

এ ছাড়াও অন্যান্য খাতে দৈনিক প্রায় ৫০-৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

Read Entire Article