বছরের সবচেয়ে উষ্ণ দিন দেখলো যুক্তরাজ্য

2 months ago 6

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে মঙ্গলবার (১ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশটির কেন্ট শহরের ফ্রিট্টেনডেনে স্থানীয় সময় দুপুর ১টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

সেই হিসাবে আজই এ বছরের সবচেয়ে গরম দিন পেয়েছে যুক্তরাজ্য। সেখানে তাপমাত্রা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিন কেন্ট ও লন্ডন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে লন্ডনের আকাশে কিছু মেঘও দেখা গেছে।

আরও পড়ুন>>

যুক্তরাজ্যে জুলাই মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০২২ সালের ১৯ জুলাই। লিংকনশায়ারে ৪০ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেদিন।

পর্তুগাল-স্পেনে সবচেয়ে গরম জুন মাস

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে সদ্যসমাপ্ত জুন মাসে। এছাড়া ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

স্পেনের ন্যাশনাল ওয়েদার সার্ভিস অ্যামেট বলেছে, ২০২৫ সালের জুন মাসের ‘তীব্র গরম’ নতুন রেকর্ড করেছে।

পর্তুগালের আবহাওয়া অফিস বলেছে, জুনে সেখানে সর্বোচ্চ ৪৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সজুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে।

অনেক দেশেই জরুরি চিকিৎসা সেবা প্রস্তুত রাখা হয়েছে এবং জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার থাকতে বলা হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

Read Entire Article