বজ্রপাতের আগুনে পুড়ল ২৩ দোকান

16 hours ago 8
খাগড়াছড়ির মহালছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মহালছড়ি বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ব্যবসায়ীরা ধারণা, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন বলেন, মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানো কাজ শুরু। এ সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাসদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, আগুন লাগার সময় বাজারে সব দোকান বন্ধ ছিল। এ ছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, দোকানঘরে বজ্রপাত পড়লে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।
Read Entire Article