বদলাচ্ছে আইপিএলের খেলোয়াড় ধরে রাখার নিয়ম

4 weeks ago 13

আইপিএলের নিয়ম বদলে ফেলা হচ্ছে। প্রতিবছর নিলামের আগে ফ্রাঞ্চাইজিগুলোকে পুরনো ক্রিকেটারদের মধ্য থেকে অন্তত চারজনকে ধরে রাখার নিয়ম ছিল। এবার এই নিয়ম বদলে ৫জন করে ক্রিকেটার ধরে রাখার নিয়ম প্রবর্তন করা হচ্ছে। এরই মধ্যে খেলোয়াড় ধরে রাখা বিষয়ক একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। যা আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আজই বেঙ্গালুরুতে বৈঠকে বসার কথা রয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিলের। এখানেই খেলোয়াড় ধরে রাখার বিষয়ে নতুন প্রস্তাব পাশ হতে পারে। আজ রাতেই কিংবা আগামীকাল এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

একই সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে নিলামের তারিখ ঠিক করা হবে। ধারণা করা হচ্ছে, নভেম্বরের শেষ দিকে নিলাম অনুষ্ঠিত হবে।

ক্রিকবাজের এক রিপোর্টে বলা হয়েছে, আগামী কয়েকঘণ্টার মধ্যে একটা নতুন সিদ্ধান্তে উপনীত হতে পারে আইপিএল গভর্নিং কাউন্সিল। যা শনিবার রাতেই কিংবা রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

রিপোর্টে আরো বলা হয়েছে, শুক্রবার শেষ বিকেলে হঠাৎ করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে, শনিবার গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক এবং সেখানে খেলোয়াড় ধরে রাখার বিষয়টি অনুমোদন দেয়া হবে।’

আইএইচএস/

Read Entire Article