বদলে গেছে ভিকির জীবন

বলিউড অভিনেতা ভিকি কৌশলের জীবনে এখন নতুন এক অধ্যায়। সম্প্রতি প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তাদের ঘরে এসেছে এক পুত্রসন্তান। সন্তান জন্মের এক মাসের একটু বেশি সময় পার হলেও, নতুন এই অভিজ্ঞতা এখনো ভিকির কাছে একেবারেই নতুন ও আবেগময়। ভিকি ও ক্যাটের জীবনে সন্তানের আগমন অনেক কিছুই পরিবর্তন এনেছে। সম্প্রতি এক পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ভিকি মজার ছলে বলেন, ‘ছেলের জন্মের পর তিনি নাকি অভিনয়ের চেয়ে ডায়াপার বদলাতেই বেশি দক্ষ হয়ে উঠেছেন—এই মন্তব্যে মুহূর্তেই হাসিতে ভরে ওঠে পুরো মিলনায়তন।’ এনডিটিভির একটি বিশেষ আয়োজনে অংশ নিয়ে ‘ছাভা’ সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার গ্রহণ করেন ভিকি কৌশল। ট্রফি হাতে নিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘এই পুরস্কার আমার পরিবারের জন্য এবং আমার সেই ছোট্ট সন্তানের জন্য, যে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। বাবা হওয়ার পর এই প্রথম শহর ছেড়ে বাইরে এসেছি, আর সেটা আমার জন্য ভীষণ কঠিন ছিল।’ তবে কষ্টের মাঝেও গর্বের অনুভূতি লুকিয়ে ছিল অভিনেতার কথায়। তিনি জানান, ভবিষ্যতে তার ছেলে বড় হয়ে যখন বাবাকে পুরস্কার নিতে দেখবে, তখন সে নিশ্চয়

বদলে গেছে ভিকির জীবন
বলিউড অভিনেতা ভিকি কৌশলের জীবনে এখন নতুন এক অধ্যায়। সম্প্রতি প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তাদের ঘরে এসেছে এক পুত্রসন্তান। সন্তান জন্মের এক মাসের একটু বেশি সময় পার হলেও, নতুন এই অভিজ্ঞতা এখনো ভিকির কাছে একেবারেই নতুন ও আবেগময়। ভিকি ও ক্যাটের জীবনে সন্তানের আগমন অনেক কিছুই পরিবর্তন এনেছে। সম্প্রতি এক পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ভিকি মজার ছলে বলেন, ‘ছেলের জন্মের পর তিনি নাকি অভিনয়ের চেয়ে ডায়াপার বদলাতেই বেশি দক্ষ হয়ে উঠেছেন—এই মন্তব্যে মুহূর্তেই হাসিতে ভরে ওঠে পুরো মিলনায়তন।’ এনডিটিভির একটি বিশেষ আয়োজনে অংশ নিয়ে ‘ছাভা’ সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার গ্রহণ করেন ভিকি কৌশল। ট্রফি হাতে নিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘এই পুরস্কার আমার পরিবারের জন্য এবং আমার সেই ছোট্ট সন্তানের জন্য, যে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। বাবা হওয়ার পর এই প্রথম শহর ছেড়ে বাইরে এসেছি, আর সেটা আমার জন্য ভীষণ কঠিন ছিল।’ তবে কষ্টের মাঝেও গর্বের অনুভূতি লুকিয়ে ছিল অভিনেতার কথায়। তিনি জানান, ভবিষ্যতে তার ছেলে বড় হয়ে যখন বাবাকে পুরস্কার নিতে দেখবে, তখন সে নিশ্চয়ই গর্ব অনুভব করবে। নবজাতক সন্তানকে ঘিরে নতুন জীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ভিকি বলেন, ‘এখনো কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। সবকিছুই খুব নতুন, খুব জাদুকরী। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এটা একেবারেই বিশেষ একটি সময়। ঈশ্বর আমাদের প্রতি খুবই দয়ালু হয়েছেন। পরিবার ভীষণ খুশি।’ প্রসঙ্গত, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের প্রথম সন্তানের বাবা-মা হন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ পোস্টের মাধ্যমে তারা এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। পোস্টটিতে ছিল একটি টেডি বেয়ার ও একটি শিশুর বেবি ক্যারেজের ছবি। আপাতত সন্তানের নাম প্রকাশ না করলেও, প্রিয় তারকা দম্পতির পরিবার বড় হওয়ায় ভক্তদের আনন্দের কমতি নেই।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow