বদলে গেল ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের নামে থাকা কলেজের নাম

2 months ago 49

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ের শ্বশুর, প্রকৌশলী মোশাররফ হোসেনের নামে প্রতিষ্ঠিত ‘ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজে’র নাম পরিবর্তন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই কলেজটির নতুন নামকরণ করা হয়েছে ‘ফরিদপুর মহাবিদ্যালয়’।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ভিত্তিতে এক অফিস আদেশের মাধ্যমে কলেজটি এখন থেকে ‘ফরিদপুর মহাবিদ্যালয়’ নামে পরিচিত ও পরিচালিত হবে।

নতুন নামের বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন ছিলেন আওয়ামী লীগের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার ছেলে সাদিকুর রহমান সাদিক একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ফলে তিনি শেখ হাসিনার সাবেক বেয়াই হিসেবেও পরিচিত।

Read Entire Article