বদলে গেল এশিয়া কাপের সময়সূচি, বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন

1 week ago 8
আসর শুরুর আগেই পরিবর্তন আনা হয়েছে এশিয়া কাপের সময়সূচিতে। আসন্ন এই টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৮টায়। শুধু একটি ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। আর সেটি হলো হবে সংযুক্ত আরব আমিরাত-ওমান ম্যাচ। ১৫ ‍সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ এশিয়া কাপের ম্যাচের সময়সূচির পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। মূলত তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তীব্র গরম পড়ে। তাপমাত্রা দিনের বেলা ৪০ ডিগ্রিকেও ছাড়িয়ে যায়। সন্ধ্যার পর থেকে গরম কিছুটা কমতে থাকে। এর ফলে ক্রিকেট বোর্ডগুলোর অনুরোধ মেনে ব্রডকাস্টাররা ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন এশিয়া কাপে ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে খেলবে টাইগাররা। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।  উল্লেখ্য, এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’-তে খেলবে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।
Read Entire Article