বদলে যাওয়া বাংলাদেশের জন্য শিরোনামহীনের গান

2 months ago 15

নতুন এক বাংলাদেশ দেখছে জনগণ। সেই বাংলাদেশের জন্য নতুন গান প্রকাশ করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। গতকাল (৬ আগস্ট) মঙ্গলবার রাতে শিরোনামহীনের ফেসবুক পেজে ‘কেন’ শিরোনামে গানটি প্রকাশ করা হয়।

দলনেতা জিয়াউর রহমানের কথায় কাজী আহমেদ শাফিনের সুরে গানটির প্রথম চার লাইন ‘আজ এই শহরের পাখিরা সারা রাত অযথাই অন্ধের মতো উড়ছে কেন / কড়া রোদে পুড়ে ছাই হয়ে আকাশের গায়ে লাল সূর্যটা তবু জ্বলছে কেন’

২ মিনিট ৫১ সেকেন্ডের এই গান ইতোমধ্যে ভক্তদের মন ছুঁয়েছে। শিরোনামহীনও ভক্তদের সাড়া পেয়ে খুবই উচ্ছ্বসিত। দলটি জানিয়েছে, গানটি শোনা যাচ্ছে অ্যাপেল মিউজিক, জিও সায়ন, গানা, অ্যামাজন মিউজিক, স্পটফাই ও ইউটিউবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে আসছে শিরোনামহীন। দলটির শিল্পীরা সশরীরে উপস্থিত হয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

এলএ/জিকেএস

Read Entire Article