বনানীতে উদ্বোধন হলো সেভয়ের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট

সেভয় গ্যালারি তাদের যাত্রায় যোগ করল আরেকটি উজ্জ্বল মাইলফলক। প্রথমবারের মতো রাজধানীর বনানীতে খুলল ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ আউটলেট, যা সেভয়ের আইসক্রিম অভিজ্ঞতায় যুক্ত করল নতুন এক অনন্য মাত্রা। আজ বনানী রোড ৭বি, প্লট ৫০-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সেভয় আইসক্রিমের এই বিশেষ আউটলেটটি। বাংলাদেশের মানুষকে প্রিমিয়াম, বিশ্বমানের আইসক্রিম অভিজ্ঞতা দেওয়ার স্বপ্ন নিয়েই সেভয় গ্যালারির যাত্রা শুরু। প্রতিটি আইসক্রিম তৈরি হয় সতেজ, মানসম্মত উপকরণে যা স্বাদের নিখুঁত মিশ্রণ ধরে রেখে। নতুন বনানী আউটলেটটির নান্দনিক সাজসজ্জা, আরামদায়ক পরিবেশ এবং আধুনিক ইন্টেরিয়র গ্রাহকদের নিয়ে যাবে এক স্বপ্নময় অভিজ্ঞতায়– যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে বসে উপভোগ করা যাবে সেভয়ের প্রিমিয়াম আইসক্রিমের খাঁটি অভিজাত স্বাদ। ফ্ল্যাগশিপ আউটলেটের এই উদ্বোধন সেভয় গ্যালারির জন্য শুধু একটি সাফল্যই নয়, বরং তাদের ব্র্যান্ড-যাত্রার গৌরবময় অর্জন। সামনে সেভয় গ্যালারি ঢাকার বাইরে দেশের আরও শহরে শাখা খোলার পরিকল্পনা করেছে, যাতে আরও মানুষ সেভয়ের বিশেষ স্বাদ ও আনন্দ উপভোগ করতে পারে। বর্তমানে সেভয় গ্যালারি গ্রাহকদে

বনানীতে উদ্বোধন হলো সেভয়ের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট

সেভয় গ্যালারি তাদের যাত্রায় যোগ করল আরেকটি উজ্জ্বল মাইলফলক। প্রথমবারের মতো রাজধানীর বনানীতে খুলল ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ আউটলেট, যা সেভয়ের আইসক্রিম অভিজ্ঞতায় যুক্ত করল নতুন এক অনন্য মাত্রা।

আজ বনানী রোড ৭বি, প্লট ৫০-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সেভয় আইসক্রিমের এই বিশেষ আউটলেটটি।

বাংলাদেশের মানুষকে প্রিমিয়াম, বিশ্বমানের আইসক্রিম অভিজ্ঞতা দেওয়ার স্বপ্ন নিয়েই সেভয় গ্যালারির যাত্রা শুরু। প্রতিটি আইসক্রিম তৈরি হয় সতেজ, মানসম্মত উপকরণে যা স্বাদের নিখুঁত মিশ্রণ ধরে রেখে।

নতুন বনানী আউটলেটটির নান্দনিক সাজসজ্জা, আরামদায়ক পরিবেশ এবং আধুনিক ইন্টেরিয়র গ্রাহকদের নিয়ে যাবে এক স্বপ্নময় অভিজ্ঞতায়– যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে বসে উপভোগ করা যাবে সেভয়ের প্রিমিয়াম আইসক্রিমের খাঁটি অভিজাত স্বাদ।

ফ্ল্যাগশিপ আউটলেটের এই উদ্বোধন সেভয় গ্যালারির জন্য শুধু একটি সাফল্যই নয়, বরং তাদের ব্র্যান্ড-যাত্রার গৌরবময় অর্জন। সামনে সেভয় গ্যালারি ঢাকার বাইরে দেশের আরও শহরে শাখা খোলার পরিকল্পনা করেছে, যাতে আরও মানুষ সেভয়ের বিশেষ স্বাদ ও আনন্দ উপভোগ করতে পারে।

বর্তমানে সেভয় গ্যালারি গ্রাহকদের সেবা দিচ্ছে ধানমন্ডি, তেজগাঁও, শেফ’স টেবিল গুলশান-১, মেরুল বাড্ডা এবং শেফ’স টেবিল সিলেট আউটলেটে। প্রতিটি আউটলেটেই সেভয় গ্যালারি ধরে রেখেছে তাদের প্রিমিয়াম অভিজ্ঞতা, নতুন ভাবনা এবং খাঁটি স্বাদের প্রতিশ্রুতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow