‘বন্দর বছরে ৭২০ কোটি টাকা দিচ্ছে চাঁদাবাজদের, অথচ কর দেয় না’

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জরিপ অনুযায়ী বন্দর বছরে ২৬৪ কোটি টাকার কর দেওয়ার কথা। সেখানে তারা দিচ্ছে মাত্র ৪৫ কোটি। অথচ তারা বলে দৈনিক দুই থেকে আড়াই কোটি টাকা তারা চাঁদাবাজদের দেয়। বছরে ৭২০ কোটি টাকা তারা চাঁদাবাজদের দিচ্ছে। অথচ আমার ন্যায্য যে হোল্ডিং ট্যাক্স (পৌর কর) সেটা তারা দিতে চায় না। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে একটি গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম অঞ্চলে ডেঙ্গু-চিকুনগুনিয়া সংক্রমণ পরিস্থিতি বোঝা ও ভবিষ্যৎ জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় যথাযথ উদ্যোগ নেওয়ার লক্ষ্যে এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন যৌথভাবে গবেষণাটি করেছে। মেয়র বলেন, বন্দর আমাদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে টাকাগুলো নয়ছয় হয়ে যাচ্ছে। তারা অনর্থক টাকা নষ্ট করে। তারা এমন এমন ব্যাংকে টাকা রেখেছে গত ১৬ বছরে— এ টাকাগুলো হাওয়া হয়ে গেছে। অথচ ন্যায্য হোল্ডিং ট্যাক্স দিতে তাদের অনেক কষ্ট হয়ে যায়। কাজেই আমি মনে করি সবার জায়গা থেকেই দায

‘বন্দর বছরে ৭২০ কোটি টাকা দিচ্ছে চাঁদাবাজদের, অথচ কর দেয় না’

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জরিপ অনুযায়ী বন্দর বছরে ২৬৪ কোটি টাকার কর দেওয়ার কথা। সেখানে তারা দিচ্ছে মাত্র ৪৫ কোটি। অথচ তারা বলে দৈনিক দুই থেকে আড়াই কোটি টাকা তারা চাঁদাবাজদের দেয়। বছরে ৭২০ কোটি টাকা তারা চাঁদাবাজদের দিচ্ছে। অথচ আমার ন্যায্য যে হোল্ডিং ট্যাক্স (পৌর কর) সেটা তারা দিতে চায় না।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে একটি গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম অঞ্চলে ডেঙ্গু-চিকুনগুনিয়া সংক্রমণ পরিস্থিতি বোঝা ও ভবিষ্যৎ জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় যথাযথ উদ্যোগ নেওয়ার লক্ষ্যে এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন যৌথভাবে গবেষণাটি করেছে।

মেয়র বলেন, বন্দর আমাদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে টাকাগুলো নয়ছয় হয়ে যাচ্ছে। তারা অনর্থক টাকা নষ্ট করে। তারা এমন এমন ব্যাংকে টাকা রেখেছে গত ১৬ বছরে— এ টাকাগুলো হাওয়া হয়ে গেছে। অথচ ন্যায্য হোল্ডিং ট্যাক্স দিতে তাদের অনেক কষ্ট হয়ে যায়। কাজেই আমি মনে করি সবার জায়গা থেকেই দায়িত্ব পালন করতে হবে। 

ডা. শাহাদাত বলেন, আমাদের সিটি করপোরেশনের অধীনে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। মাসে ৮ কোটি টাকা শিক্ষা খাতে অতিরিক্ত ব্যয় করতে হয়। বছরে প্রায় ৯৬ কোটি টাকা এ খাতে ব্যয় করতে হয়। দুঃখের বিষয়, যাদের কাছ থেকে ট্যাক্স পাওয়ার কথা, তাদের কাছ থেকে তা পাচ্ছি না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. জসিম উদ্দিন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ সাত্তার, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইবরাহিম চৌধুরী প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow