বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ অংশে অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের লাঙ্গলবন্দে টোটাল ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শ্রমিকরা প্রায় পৌনে একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। যে কারণে মদনপুর থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে যানজটে আটকাপড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। একপর্যায়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে যান।
আন্দোলনরত শ্রমিকদের কয়েকজন বলেন, আমাদের দীর্ঘ কয়েক বছরের সার্ভিস চার্জ ও ২-৩ মাসের বেতন বকেয়া রয়েছে। আমরা জানতে পেড়েছি, যে কোনো মুহূর্তে কারখানা বন্ধ করে দেবে। তাই আমরা সড়কে নামতে বাধ্য হয়েছি।
টোটাল ফ্যাশনের অ্যাডমিন ম্যানেজার মো. কবির হোসেন বলেন, কারখানা বন্ধের বিষয়টি সত্য নয়। আমাদের কারখানার অবস্থা ভালো না হওয়ার সত্ত্বেও চালিয়ে যাওয়া হচ্ছে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে আমরা বকেয়া বেতন পরিশোধ করবো। এতে রাজি হয়ে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। পরে শ্রমিকদের দাবি মালিকপক্ষের কাছে তুলে ধরার পর তারা সড়ক ছেড়ে দিয়েছেন। এখন যানচলাচল স্বাভাবিক আছে।
মো. আকাশ/এসআর/জিকেএস