বন্দির ছবি তুলে বরখাস্ত হলেন কারারক্ষী

3 months ago 47

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার বন্দি এক আসামির ছবি তোলার দায়ে ইসমাইল হোসেন তুহিন নামে এক কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারা আইন ভঙ্গের দায়ে কারারক্ষী ইসমাইলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

জানা যায়, কুমিল্লায় কলেজছাত্র জামিল হাসান অর্ণব হত্যা মামলার প্রধান আসামি ফজলে রাব্বী কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। কারাগারে তোলা তার একটি ছবি ফেসবুকে পোস্ট করে আতঙ্ক ছড়ানো হচ্ছে। সম্প্রতি ছবিটি রাব্বীর ছোট ভাই এ কে আল আমিন ফেসবুকে পোস্ট করে লেখেন, ভাই সময় আসবে ইনশাল্লাহ। ছবিটি পরে ডিলিট করা হলেও তা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন নিকটাত্মীয়রা।

এ ঘটনা জানাজানি হলে টনক নড়ে কারা কর্তৃপক্ষের। ঘটনার তদন্তে নামেন কারা ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে ছবিটি জেলারের বাসভবনের ছাদ থেকে তোলা বলে নিশ্চিত হয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। সিসিটিভি ফুটেজেও প্রমান পাওয়া যায়। এ ঘটনায় কারারক্ষী ইসমাইল হোসেন তুহিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

Read Entire Article