বন্দুক হাতে শিশু, ফেসবুকে ছবি ভাইরাল

7 hours ago 6

ফেনীর সোনাগাজীতে এক শিশু হাতে বন্দুক নিয়ে নাড়াচাড়া করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শিশুটির সৌদিপ্রবাসী মামা তার ফেসবুক আইডিতে বন্দুক হাতে ভাগনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন— ‘এটা আমার বড় ভাগিনা, ওর হাতে এ বয়সে খেলনার পিস্তল থাকার কথা, অথচ ওর হাতে এখন অরিজিনাল পিস্তল।’

ফেসবুক দেওয়া পোস্টটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। কিছু সময় পর পোস্টটি মুছে ফেলা হলেও অনেকেই স্ক্রিনশট সংরক্ষণ করে রাখেন।

এ বিষয়ে শিশুটির বাবা বলেন, ছবির শিশুটি আমার সন্তান। ও নানার বাড়িতে ছিল। কে বা কারা ওর হাতে বন্দুক দিয়ে ছবি তুলেছে, আমি জানতাম না। আমার শ্যালক ফেসবুকে পোস্ট করার পর বিষয়টি জানতে পারি। ফোনে শ্যালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সে সাড়া দেয়নি। 

তিনি আরও বলেন, আমার সন্তানের হাতে বন্দুক তুলে দিয়ে সেটি ফেসবুকে প্রচার করায় তার স্বাভাবিক জীবন এখন হুমকির মুখে পড়েছে। আমার শ্যালকের মানসিক সমস্যা আছে। দেশে থাকতেও নানা রকম পাগলামি করত, বিদেশে গিয়েও তা বন্ধ হয়নি। পারিবারিক বিরোধের জেরে শ্যালক ক্ষোভ থেকে ছবিগুলো সামাজিকমাধ্যমে প্রকাশ করেছে।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, কী সুন্দর আমাদের দেশ! খেলনা বন্দুকের বদলে এখন শিশুর হাতে তুলে দেওয়া হচ্ছে আসল বন্দুক।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার পর আমি নিজে শিশুটির বাড়িতে গিয়ে তার মা-বাবা, নানা-নানি ও শিশুটির সঙ্গে কথা বলেছি। শিশুর মা-বাবা জানান, ছবিটি প্রায় তিন থেকে চার বছর আগের, যখন তাদের সন্তান মাত্র তিন বছর বয়সী ছিল। বর্তমানে তার বয়স আট বছর। তারা আরও জানান, ছবিটি তোলা হয়েছিল শিশুর নানার বাড়িতে। শিশুটি তখন খেলার ছলে নানার খাটের নিচ থেকে বন্দুকটি বের করে হাতে নেয়।

শিশুর নানা জানিয়েছেন, এক রাতে বাজার থেকে ফেরার পথে তার ছেলে পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি পেয়ে ঘরে নিয়ে আসে এবং খাটের নিচে রেখে দেয়। পরে সেটি তিনি ভাঙারিওয়ালার কাছে কেজি দরে বিক্রি করে দেন।

ওসি আরও বলেন, বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article