বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন
অবৈধ মোবাইল ফোন বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে নিবন্ধনবিহীন সব ধরনের মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন (বন্ধ) করে দেওয়া হবে। তবে বর্তমানে ব্যবহৃত বা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়বে না। সরকার প্রধানত ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত হ্যান্ডসেট বন্ধ করতে এই উদ্যোগ নিচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার এক ফেসবুক পোস্টে জানান, “আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করবো ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য আরও সহজ করতে সরকার কাজ করছে। ফয়েজ তৈয়্যব বলেন, “আপনার নামে নিবন্ধিত সিম যদি ক্লোন না করা, বৈধ ফোনে ব্যবহার করেন—তাহলে কোনো ঝামেলায় পড়বেন না। সিম সবসময় নিজের নামে রাখুন।” প্রবাসীদের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন—বিদেশ থেকে নিয়ম মেনে একজন একটি বা দুটি ফোন ফ্রি আনতে পারবেন এবং সেগুলো সহজেই রেজিস্ট্রেশন করা যাবে। দুটির বেশি আনলে এনবিআ
অবৈধ মোবাইল ফোন বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে নিবন্ধনবিহীন সব ধরনের মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন (বন্ধ) করে দেওয়া হবে। তবে বর্তমানে ব্যবহৃত বা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।
সরকার প্রধানত ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত হ্যান্ডসেট বন্ধ করতে এই উদ্যোগ নিচ্ছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার এক ফেসবুক পোস্টে জানান, “আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করবো ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য আরও সহজ করতে সরকার কাজ করছে।
ফয়েজ তৈয়্যব বলেন, “আপনার নামে নিবন্ধিত সিম যদি ক্লোন না করা, বৈধ ফোনে ব্যবহার করেন—তাহলে কোনো ঝামেলায় পড়বেন না। সিম সবসময় নিজের নামে রাখুন।”
প্রবাসীদের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন—বিদেশ থেকে নিয়ম মেনে একজন একটি বা দুটি ফোন ফ্রি আনতে পারবেন এবং সেগুলো সহজেই রেজিস্ট্রেশন করা যাবে। দুটির বেশি আনলে এনবিআরের নির্ধারিত নিয়ম অনুযায়ী ফি দিতে হবে—যা আগের নিয়মই।
গ্রাহকের স্বার্থ বিবেচনায় বৈধ মোবাইল ফোনের দাম কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বিশেষ সহকারী।
What's Your Reaction?