বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

4 hours ago 8

কুমিল্লার তিতাসে বাড়িতে ডেকে নিয়ে মো. রুবেল মিয়া (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া গাজীপুরের বাস্তুহারা এলাকার মৃত আলী মিয়ার ছেলে। আটকরা হলেন, একই এলাকার জয়নাল মিয়া (৫০) ও তার ছেলে সুন্দর আলী (২৭)। রুবেল আর সুন্দরের মধ্যে বন্ধুত্ব ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, প্রায় ৪০ বছর আগে বিনিয়োগ বোর্ডের প্রয়াত চেয়ারম্যান মশিউর রহমান বুলবুল স্থানীয় বাস্তুহারা মানুষদের জন্য একটি জায়গা দান করেন। পরে ওই জায়গার নাম দেওয়া হয় গাজীপুর বাস্তুহারা। সেখানে ২০টি ভূমিহীন পরিবার বসতি গড়েন। ওই বস্তিতে থাকতেন মৃত আলী মিয়ার ছেলে রুবেল মিয়া।

গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর সেই বস্তিটি দখল নিতে মরিয়া হয়ে ওঠেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। কিন্তু বারবারই বস্তি দখলে বাধা হয়ে দাঁড়ান রুবেল মিয়া। এর জেরে রুবেলকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

জানা যায়, একই এলাকার জয়নালের ছেলে সুন্দর আলীর সঙ্গে রুবেলের বন্ধুত্ব ছিল। শুক্রবার সন্ধ্যায় সুন্দর আলী খবর দিয়ে তাদের বাড়িতে রুবেলকে ডেকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কুড়াল দিয়ে কুপিয়ে রুবেলকে হত্যা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বস্তিটির দখল নিতে পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করানো হতে পারে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে পুরো বিষয়টি উঠে আসবে।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, রুবেলের সঙ্গে সুন্দর আলীর বন্ধুত্ব ছিল বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/এমকেআর

Read Entire Article