বন্যা পরিস্থিতিতে তিন নির্দেশনা শাবিপ্রবির

4 months ago 39

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা। এমন পরিস্থিতিতে ঈদ পরবর্তী শ্রেণি কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে নতুন নির্দেশনা সম্পর্কে জাগো নিউজকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। বিভিন্ন বিভাগে অনুষ্ঠিতব্য পরীক্ষা বিভাগীয় প্রধানদের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নতুন রুটিন প্রদান করে বন্যা পরবর্তী সময়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২৩ জুন থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

নাঈম আহমদ শুভ/এফএ/জিকেএস

Read Entire Article