বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ডুবে একজনের মৃত্যু

3 months ago 34

সিলেটের জকিগঞ্জে ভেলা নিয়ে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হালিম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম মহিদপুর গ্রামের মৃত রনই মিয়ার ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আব্দুল হালিম নিজ এলাকার পার্শ্ববর্তী হাওরে পাতানো জাল তুলতে যান। পরে পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন, বন্যার পানি আসায় শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনের হাওরে ভেলা নিয়ে মাছ ধরতে যান আব্দুল হালিম। এসময় তিনি পানিতে পড়ে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয় অন্তত শতাধিক ব্যক্তি তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার পর তার দাফন সম্পন্ন হয়েছে।

জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহরম আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আহমেদ জামিল/এসআর/জিকেএস

Read Entire Article