কথায় আছে— কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যমুনা নদীতে পানি বেড়ে ঠিক তেমনটাই যেন ঘটেছে। পানি বেড়ে কিছু অঞ্চলে নদী ভাঙন দেখা দিলেও সিরাজগঞ্জের যমুনা পাড়ের জেলেপাড়ায় পড়েছে মাছ ধরার ধুম। এসব মাছ বাজারে বিক্রি করে প্রতিদিনই ভালো আয়-রুজি হচ্ছে বলে জানিয়েছেন জেলেরা।
প্রতিদিনই তাদের জালে ধরা পড়ছে বাতাসী, চিংড়ি, বাসপাতারী, রিটা, পাপতা, গুজি, বাচা, বাগাইর, আইড়, বোয়াল, রুই, কাতলাসহ বিভিন্ন ধরণের মাছ।... বিস্তারিত