বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি

2 months ago 54

বিজিবির উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। রোববার একদিনে বন্যাদুর্গত এলাকার ৯০৫ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং এক হাজার ৯৪০ রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বিজিবি।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ১ সেপ্টেম্বর বন্যাদুর্গত ফেনী সদরের জোয়ারকাছা এলাকায় ৩০০টি, ফুলগাজীতে ২৭০টি এবং ছাগলনাইয়ায় ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। অন্যদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০টি এবং নোয়াখালীর বেগমগঞ্জের দেবীপুরে ৩৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

jagonews24.com

এছাড়া বিজিবি পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ৫৭০ জন, ছাগলনাইয়া উপজেলা সদরে ৫৮৫ জন এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দনা এলাকার ৭৮৫ জনসহ মোট এক হাজার ৯৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

টিটি/কেএসআর

Read Entire Article