বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকে ঘর উপহার দিলেন জামায়াতের আমির

2 hours ago 6

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হিন্দু পরিবারকে ঘর উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তিনি ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা মামুনুর রশিদ বলেন, ভয়ংকর বন্যায় ফেনীর শত শত মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আমরা ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে হতদরিদ্র ও নিঃস্ব মিতুল চন্দ্র দাস, মনোয়ারা বেগম ও মোহাম্মদ মানিককে ঘর নির্মাণ করে দিচ্ছি। জামায়াতের কেন্দ্রীয় আমির মিতুল চন্দ্র দাসের ঘরটি আজ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

এ সময় জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

Read Entire Article