বরগুনা-১ আসনে পোস্টাল ভোটার ৬ হাজার ২৮৭ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১( আমতলী তালতলী বরগুনা সদর) আসনে মোট পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৭ জন।এর মধ্যে ৪ হাজার ৫১২ জন পুরুষ ভোটার এবং ১ হাজার ৭৭৫ জন নারী ভোটার রয়েছেন। বরগুনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সংবলিত সাদা ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। নির্ধারিত নিয়মাবলি অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠিয়ে দিতে হবে বলে জানিয়েছেন বরগুনার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান।

বরগুনা-১ আসনে পোস্টাল ভোটার ৬ হাজার ২৮৭ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১( আমতলী তালতলী বরগুনা সদর) আসনে মোট পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৭ জন।এর মধ্যে ৪ হাজার ৫১২ জন পুরুষ ভোটার এবং ১ হাজার ৭৭৫ জন নারী ভোটার রয়েছেন।

বরগুনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সংবলিত সাদা ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। নির্ধারিত নিয়মাবলি অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠিয়ে দিতে হবে বলে জানিয়েছেন বরগুনার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow