বরগুনার পাথরঘাটায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বরগুনার পাথরঘাটা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। শনিবার ৩১ জানুয়ারি বুধবার দুপুর ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্ট এবং থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকা হইতে মৃত: রশিদ মিয়ার ছেলে মোঃ আলম হোসেন আলো(৪৫) ও তার সহযোগী একই গ্রামের মৃত এসকান্দার খাঁ এর ছেলে মো: আফজাল খাঁ কে আটক করা হয়। নৌবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী ক্যান্টিনজেট ও পাথরঘাটা থানা পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১কেজি ৫০গ্রাম গাঁজা,নগদ ২১ হাজার ৫০৯,০২টি বাটন মোবাইল ও ১টি ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়রা উক্ত অভিযানটিকে নৌবাহিনীর প্রতি মানুষের আস্থা বহুগুণ বাড়বে বলে মনে করেন। নৌবাহিনী জানায় নির্বাচনকে সামনে রেখে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে যৌথ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে
বরগুনার পাথরঘাটা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
শনিবার ৩১ জানুয়ারি বুধবার দুপুর ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্ট এবং থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকা হইতে মৃত: রশিদ মিয়ার ছেলে মোঃ আলম হোসেন আলো(৪৫) ও তার সহযোগী একই গ্রামের মৃত এসকান্দার খাঁ এর ছেলে মো: আফজাল খাঁ কে আটক করা হয়।
নৌবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী ক্যান্টিনজেট ও পাথরঘাটা থানা পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১কেজি ৫০গ্রাম গাঁজা,নগদ ২১ হাজার ৫০৯,০২টি বাটন মোবাইল ও ১টি ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা উক্ত অভিযানটিকে নৌবাহিনীর প্রতি মানুষের আস্থা বহুগুণ বাড়বে বলে মনে করেন।
নৌবাহিনী জানায় নির্বাচনকে সামনে রেখে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে যৌথ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামিদের গ্রেফতার করা হবে।অভিযান শেষে আসামিদের উদ্ধারকৃত মালামাল সহ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?