বরগুনায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের জনসভা

বরগুনার সিদ্দিক স্মৃতি মঞ্চে ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এ সমাবেশে জনস্রোতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভায় প্রধান অতিথি ছিলেন আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হোসাইন ওলি উল্লাহ এবং বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী। সভায় বক্তারা বলেন, দেশের গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের সামনে পাঁচ দফা দাবি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। এসব দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণভোট ব্যবস্থা, পিআর পদ্ধতি প্রবর্তন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, গণহত্যা ও ফ্যাসিবাদের সহযোগীদের বিচার বক্তারা দাবি করেন, এসব বাস্তবায়ন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন, এখন জনগণের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে। ইসলাম ক্ষমতায় এলে চাঁদাবাজ, চোর-বাটপারদের ঠাঁই হবে না। আমরা আটটি ইসলামি দল এক প্ল্যাটফর্মে কাজ করছি—দুর্নীতিবাজদের এই দেশে জায়গা নেই।

বরগুনায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের জনসভা

বরগুনার সিদ্দিক স্মৃতি মঞ্চে ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এ সমাবেশে জনস্রোতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জনসভায় প্রধান অতিথি ছিলেন আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হোসাইন ওলি উল্লাহ এবং বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী।

সভায় বক্তারা বলেন, দেশের গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের সামনে পাঁচ দফা দাবি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। এসব দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণভোট ব্যবস্থা, পিআর পদ্ধতি প্রবর্তন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, গণহত্যা ও ফ্যাসিবাদের সহযোগীদের বিচার

বক্তারা দাবি করেন, এসব বাস্তবায়ন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন, এখন জনগণের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে। ইসলাম ক্ষমতায় এলে চাঁদাবাজ, চোর-বাটপারদের ঠাঁই হবে না। আমরা আটটি ইসলামি দল এক প্ল্যাটফর্মে কাজ করছি—দুর্নীতিবাজদের এই দেশে জায়গা নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow