বরগুনায় পুলিশের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ; আটক ২

বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ‘হাজার টাকার বাধ’ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ হয়েছে। আজ সকালে এ অভিযান পরিচালনা করে আমতলী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে , স্থানীয়দের কাছ থেকে সন্দেহজনকভাবে চলাচলের খবর পেয়ে আমতলী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। এতে একজন ডাকাতকে ঘটনাস্থল থেকেই আটক করা সম্ভব হয়। তবে বাকিরা অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে আরেক ডাকাতকে আটক করে পুলিশ। আটকৃত ডাকাত হচ্ছে, আমিরুল (৪০) ও সুমন ইসলাম (৩৫) তাদের দুজনের বাড়িই পাবনা জেলায়। এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান যুগলুল হাসান বাসসকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দল হামলার চেষ্টা করলে আমরা প্রতিরোধ করি ও দুজনকে আটক করি এবং সাথে একটি খোলা জীপগাড়ী জব্দ করি।

বরগুনায় পুলিশের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ; আটক ২

বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ‘হাজার টাকার বাধ’ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ হয়েছে। আজ সকালে এ অভিযান পরিচালনা করে আমতলী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে , স্থানীয়দের কাছ থেকে সন্দেহজনকভাবে চলাচলের খবর পেয়ে আমতলী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। এতে একজন ডাকাতকে ঘটনাস্থল থেকেই আটক করা সম্ভব হয়। তবে বাকিরা অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে আরেক ডাকাতকে আটক করে পুলিশ। আটকৃত ডাকাত হচ্ছে, আমিরুল (৪০) ও সুমন ইসলাম (৩৫) তাদের দুজনের বাড়িই পাবনা জেলায়।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান যুগলুল হাসান বাসসকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দল হামলার চেষ্টা করলে আমরা প্রতিরোধ করি ও দুজনকে আটক করি এবং সাথে একটি খোলা জীপগাড়ী জব্দ করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow